Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২১

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

#প্রশ্নঃ "Introduction to Office Application and Unicode Bangla" প্রশিক্ষণ কোর্সটি করতে চাইলে আপনার কি করনীয়?

  • সর্বনিম্ন এইচএসসি বা তদুর্ধ প্রাতিষ্ঠানিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (০১ কপি)
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি। (০১ কপি)
  • পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। (০২ কপি)
  • কোর্স ফী ২,০০০ টাকা। সান্ধ্যকালীন ব্যাচ হলে ২,৫০০ টাকা।

* উপর্যুক্ত কাগজপত্র ও কোর্স ফী সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর কার্যালয়ে এসে ভর্তির জন্য আবেদন করতে হবে।

*** উল্লেখ্য কোর্স ফী এর সম্পূর্ণ টাকা ভর্তির সময় জমা করতে হবে।

 

#প্রশ্নঃ "Diploma in ICT" প্রশিক্ষণ কোর্সটি করতে চাইলে আপনার কি করনীয়?

  • সর্বনিম্ন এইচএসসি বা তদুর্ধ প্রাতিষ্ঠানিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (০১ কপি)
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি। (০১ কপি)
  • পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। (০২ কপি)
  • কোর্স ফী ৫,০০০ টাকা। সান্ধ্যকালীন ব্যাচ হলে ৭,৫০০ টাকা।

* উপর্যুক্ত কাগজপত্র ও কোর্স ফী সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর কার্যালয়ে এসে ভর্তির জন্য আবেদন করতে হবে।

*** উল্লেখ্য কোর্স ফী এর সম্পূর্ণ টাকা ভর্তির সময় জমা করতে হবে।

 

#প্রশ্নঃ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হওয়ার কত দিন পর সনদপত্র প্রদান করা হয় এবং সনদপত্র পাওয়ার প্রক্রিয়া কি?

  • প্রশিক্ষণ কোর্স সমাপ্তির ১ সপ্তাহ পর প্রয়োজনে অস্থায়ী সনদপত্র প্রদান করা হয় এবং ১ মাস ১৫ দিন পর স্থায়ী সনদপত্র প্রদান করা হয়।
  • সনদপত্র সংগ্রহের সময় অবশ্য ভর্তির সময় যে স্লিপ টি দেওয়া হয়েছিলো সেটি সঙ্গে আনতে হবে।
  • অপ্রত্যাশিত কারণবসত স্লিপ টি হারিয়ে গেলে সংশ্লিষ্ট কারণ উল্লেখপূর্বক আঞ্চলিক পরিচালক বরাবর একটি আবেদনপত্র বিসিসি'র আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে।