Wellcome to National Portal
  • 2021-11-29-16-43-89d85b36ba426ae0af3ece979d0117ea
  • 2021-11-29-17-44-8adb4152abcb1c8b71db6b869763ec79
  • 2021-11-29-17-43-938e54a4edb657ba6f5b810b27221eb7
  • 2021-11-29-17-46-6d07d94c25ade4cfd2ef7f641b08b909
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

আমাদের অর্জনসমূহ

অর্জন সমূহ (Achievements)

সাম্প্রতিক বছরসমূহের (৩বছরপ্রধান অর্জনসমূহ:

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর অংশ হিসেবে আঞ্চলিক কার্যালয় খুলনা বাংলাদেশ সরকার প্রতিশ্রুত রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্যেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এসব ক্ষেত্রে বিগত ৩ বছরে বিসিসি, আঞ্চলিক কার্যালয় খুলনা-এর সাফল্য ও অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হ`ল:

  • ইনফোসরকার-৩ প্রকল্পের মাধ্যমে খুলনা বিভাগে প্রায় ৩৪৭ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। যা প্রকল্প দপ্তরের পাশাপাশি খুলনা আঞ্চলিক কার্যালয় হতে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
  • বাংলাগভনেট এবং ইনফোসরকার-২ প্রকল্পের, মাধ্যমে বিসিসি দেশের ৫৮টি মন্ত্রণালয়, ২২৭টি সরকারি দপ্তর ও ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ ১৮,১৩০ টি সরকারি দপ্তর একটি একীভূত নেটওয়ার্কে সংযুক্ত করেছে। এর মধ্যে খুলনা বিভাগে প্রায় 2300টি সংযোগ রয়েছে। যার প্রাথমিক সাপোর্ট ও মনিটরিংসহ বিভিন্ন পর্যায়ে বিসিসিআঞ্চলিক কার্যালয় খুলনা সহায়তা করে আসছে। গত ১ বছরে মোট ৪৭৮টি দপ্তরে নেটওয়ার্ক সংক্রান্ত সাপোর্ট প্রদান করা হয়েছে। যশোরে স্থাপিত National Data Centre-এর Disaster Recovery Center (DRC) প্রতিনিয়ত মনিটরিং এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম আঞ্চলিক কার্যালয় খুলনা থেকে পরিচালনা করা হচ্ছে।
  • বিগত ৩ বছরে বিসিসি আঞ্চলিক কার্যালয় খুলনাতে সরকারী পর্যায়ে কাষ্টমাইজড কোর্সে ১১৩ জন,  স্বল্পমেয়াদী(সবার জন্য উন্মুক্ত)  কোর্সে ৪৬২ জন, ২৭৫ জন প্রতিবন্ধীদের এবং দীর্ঘ মেয়াদী ডিপ্লোমা কোর্সে ১৭৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।