১. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনা ফিতে কর্মদক্ষতা ও অনলাইনে ফ্রিল্যান্সিং বান্ধব প্রশিক্ষণ আয়োজন
২. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইটি প্রতিযোগিতা আয়োজন
প্রতি বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “আন্তর্জাতিক যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতার”র আয়োজন করে।
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকুরী মেলা প্রতিযোগিতা আয়োজন
প্রতি বছর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসি চাকুরী মেলা আয়োজন করা। এ মেলায় বিসিসি একদিকে যেমন দেশের বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে অংশগ্রহণের উদ্দেশ্যে কাজ করছে তেমনি অন্যদিকে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করে। চাকুরী মেলা ও প্রকল্পের প্রশিক্ষকদের যোগাযোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
৪. প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে সেমিনার/ক্যাম্পেইন আয়োজন
প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অধিক অংশগ্রহণ নিশ্চিতকল্পে প্রকল্পের আওতায় খুলনা আঞ্চলিক কার্যালয়ে সেমিনার এবং খুলনা বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন কার্যক্রম চলমাণ রয়েছে।
৫. প্রশিক্ষনপ্রাপ্ত যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ল্যাপটপ বিতরন
প্রতি বছর প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের বিতরন করা হয়। খুলনা আঞ্চলিক কার্যালয় হতে খুলনা বিভাগের প্রতিটি জেলায় প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তি “শেখ রাসেল জন্মদিন” উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ প্রাপ্ত হন।
৬. Emporia সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ ও চাকুরীর পরীক্ষা গ্রহনে সেবা প্রদান
“তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডর (এনডিডি) সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ইম্পোরিয়া সফটওয়্যারটি উন্নয়ন করে। সফটওয়্যারটিতে রয়েছে একইসাথে ই-লার্নিং প্লাটফর্ম ও জবপোর্টাল। ই-লার্নিং প্লাটফর্ম এর মাধ্যমে একদিকে যেমন প্রতিবন্ধী ব্যক্তিরা যেকোনো দুরবর্তী স্থান হতে বিনামূল্যে আইসিটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন অন্যদিকে জব-পোর্টালের মাধমে প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনলাইনে ঘরে বসে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাকুরীতে আবেদন ও চাকুরী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। যেখানে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো জব-পোর্টালে পূর্ব থেকেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রাখে।
৭. আইসিটি সেন্টারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় পরামর্শ সেবা প্রদান
আইসিটি সেন্টারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ভর্তি রেজিষ্টেশন, আইসিটি বিষয়ক প্রশিক্ষন, চাকুরী প্রাপ্তিতে সহায়তা, সঠিক পরামর্শ, প্রশিক্ষণ পরবর্তী সময়ে অনুশীলনের ব্যাবস্থা, কোভিড-১৯ ভ্যাক্সিন রেজিষ্টেশন, ও অন্যান পরামর্শ সেবা প্রদান করা হয়।